জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই শিল্পীকে আইসিইউতে নেয়া হয়েছে।
তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই শিল্পীকে আইসিইউতে নেয়া হয়েছে।
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে লিখেছেন, তার মা জিনাত আইসিইউতে ভর্তি রয়েছেন, তার অবস্থা গুরুতর।
Read More News
প্রসঙ্গত, গত ৩ আগস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ মহামারি করোনায় সংক্রমিত হয়ে মারা যান। সে সময় জিনাতও করোনায় আক্রান্ত হন। তবে বর্তমানে তিনি এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।