সুপারস্টার রজনীকান্ত অসুস্থ৷ শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন দক্ষিণী হিরো৷ রক্তচাপ ওঠা নামা করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রজনীকান্ত৷
গত ১০দিন হায়দরাবাদে একটি শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন অভিনেতা৷ সেটের বেশ কয়েকজন করোনা সংক্রমিত হন৷ তারপর ২২ তারিখ করোনা পরীক্ষা করা হয় থালাইভার৷ যদিও তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তবে কোনও ঝুঁকি না নিয়ে রজনীকান্ত আইসোলেশনে থাকতে শুরু করেন৷
Read More News
কোনও উপসর্গ রয়েছে বা শরীরের কোনও অস্বস্তি হচ্ছে কিনা, সেদিকে নজর দেওয়া হয়৷ যদিও এখনও পর্যন্ত কোনও উপসর্গ তাঁর শরীরে দেখা দেয়নি, তবে তাঁর রক্তচাপ ওঠা-নামা করতে শুরু করে৷ সে কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ রক্তচাপের মাত্রা সঠিক হওয়ার পর এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানিয়েছে হাতপাতাল কর্তৃপক্ষ৷
শীঘ্রই সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন রজনীকান্ত। ২০২১-এর জানুয়ারিতে অভিনেতা নিজের রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করবেন বছরের শেষ দিনে, অর্থাত্ ৩১ ডিসেম্বর। যদিও রজনীকান্তের অসুস্থতা এই পরিকল্পনায় কোনওর হেরফের আনবে কিনা, সেটাই এখন দেখার। আগামী বছর এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেখানে তাঁর দল জিতবে বলেও আত্মবিশ্বাসী সদ্য ৭০-এ পা দেওয়া এই সুপারস্টার।