রাজধানীর মহাখালীর সাততলা বস্তীতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
মধ্যরাতে বস্তিবাসী ঘুমন্ত থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশংকা করা যাচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার বলেন, মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট একযোগে রওনা হয়েছে।
Read More News
আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়ি-ঘর ও দোকানপাট পুড়ে গেছে। এদিকে আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ।