কুকুর অপসারণ নিয়ে জয়ার রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট

দক্ষিণ সিটি করপোরেশনের আপাতত কুকুর অপসারণের সিদ্ধান্ত না থাকায় হাইকোর্ট কুকুর অপসারণ নিয়ে জয়া আহসানের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর স্থানান্তর করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
Read More News

‘অভয়ারণ্য’ নামে প্রাণী কল্যাণ সংগঠনের সভাপতি রুবাইয়া আহমেদ, পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের চেয়ারম্যান রাকিবুল হক এমিল ও অভিনেত্রী জয়া আহসান এ রিট আবেদন দায়ের করেন।

https://www.facebook.com/Joya-Ahsan-1398729617069630/photos/pcb.2806559166286661/2806559022953342

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *