মাদারীপুরে মাস্ক না পরায় ১৮ জনকে আটক

মাদারীপুরে মাস্ক না পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের শকুনী লেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সবার জন্য বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিতকরণ বিষয়ে প্রচার-প্রচারণা চালায় পুলিশ। এ সময় মাস্ক না পরে রাস্তাঘাটে-জনসম্মুখে চলাচল করায় শকুনী লেক এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়।
Read More News

পরে করোনা ভাইরাস সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়। এক পর্যায়ে নিজেদের ভুল বুঝতে পারায় আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়। করোনা ভাইরাস রোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাবার কথা জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *