শুক্রবার বিকালে আকাশ অন্ধকার করে ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় হঠাৎ বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের মিশ্রণে ফলে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালা থেকে এই বৃষ্টি হয়। শনিবারও এই আবহাওয়া একই রকম থাকতে পারে। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে। এর প্রভাবে শীতের অনুভূতি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার বিকালে ঢাকায় দেখা গেছে, আকাশ অনেকটাই অন্ধকারাচ্ছন্ন করে বিকাল চারটার পরে শুরু হয় বৃষ্টিপাত। প্রথমে অল্প বৃষ্টি হলেও পরে বেড়ে যায়। ২০ থেকে ২৫ মিনিটের হঠাৎ এই বৃষ্টিতে পথচারীদের পড়তে হয় ভোগান্তিতে। ঢাকার পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। হেমন্তের মাঝামাঝি এই সময়ে শীত এখনও আসেনি, তবে অনুভূতি বাড়িয়ে দেবে এই বৃষ্টি।
Read More News
এই বৃষ্টি কেটে যাওয়ার পর অন্তত ৩/৪ দিন রাতের তাপমাত্রা কমতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে শীতের অনুভূতি বেড়ে যাবে।