নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়।
Read More News
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার মেয়রের শরীরে ডেঙ্গুজ্বর ধরা পড়লে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে এলে তাকে উচ্চতর চিকিৎসাগ্রহণের জন্য রেফার্ড করা হয়।
এ অবস্থায় স্বজনরা তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে এসে বিকেলে শমরিতা হাসপাতালে ভর্তি করে। ১২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত মেয়রের শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক।