ছবির জন্য এই প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন বরুণ-কিয়ারা। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নতুন ছবি ‘যুগ যুগ জিও’-তে একসঙ্গে কাজ করছেন দু’জনে। সোমবারই শুরু হয়েছে ছবির শ্যুটিং। আর মঙ্গলবার বেরোল ‘যুগ যুগ জিও’-র ফার্স্ট লুক।
Read More News
সোশ্যাল মিডিয়ায় বরুণ-কিয়ারার হাত ধরেই প্রকাশ্যে এল ছবি ফার্স্ট লুক। ছবিতে দু’জনেই নীল জিন্স আর শার্ট পরা। ছবির ফার্স্ট লুক ট্যুইট করে কিয়ারা লিখেছেন, ‘স্বামী খুশি থাকলে পরিবার সুখী’। একই ছবি ট্যুইট করে বরুণের ক্যাপশন, ‘বউ খুশি থাকলেই জীবন সুখী’। সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর থেকেই ছবিতে লাইক ও কমেন্টের বন্যা বইতে শুরু করেছে।
‘যুগ যুগ জিও’ ছবিটি পরিচালনা করছেন রাজ মেহতা। বরুণ-কিয়ারা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নীতু সিং এবং অনিল কাপুর। যদিও তাঁদের চরিত্র সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। এই ছবি দিয়েই প্রায় ৭ বছর পর বড় পর্দায় ফিরছেন নীতু কাপুর। শেষবার, ২০১৩ সালে ‘বেশরম’ ছবিতে প্রয়াত স্বামী ঋষি কাপুর এবং ছেলে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। প্রথম দিনের শ্যুটিংয়ের ছবি সোশ্যল মিডিয়ায় শেয়ার করে নীতু লিখেছেন, ‘অনেক বছর পর সেটে ফিরলাম। মুভি ম্যাজিকে নতুন শুরু। আমি তোমার ভালবাসা ও উপস্থিতি অনুভব করছি। মা, কাপুর সাহেব এবং রণবীর সবসময়ে আমার সঙ্গে আছে।’
‘মলঙ্গ’-এর ব্যর্থতার পর ‘যুগ যুগ জিও’ দিয়ে বড় পর্দায় ফিরছেন অনিল কাপুর। সোমবার ছবির শ্যুটিং শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় নীতু সিংয়ের ছবি আপলোড করে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ‘সেটে ফিরতে পেরে আমি খুব খুশি মিসেস জেমস। আমরা সবাই আপনার জন্য রয়েছি এবং আমাদের বিশ্বাস আপনি আবার পর্দায় ঝড় তুলবেন। আপনার সঙ্গে এই ছবির অংশ হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’