জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং শেষ হয়েছে ৯ নভেম্বর। ১৭ দিনে সিনেমাটির শুটিং শেষ করেছেন নির্মাতা আকরাম খান। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
Read More News
নির্মাতা আকরাম খান বলেন, আমরা মোট ১৭ দিন হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে সিনেমাটির শুটিং করেছি। জয়া অংশ নিয়েছিলেন ২ নভেম্বর থেকে। এখন বাকি কাজ শেষ করব। আর এটা যেহেতু মুক্তিযুদ্ধের সিনেমা, তাই ২০২১ সালের ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছি। আমার আগের সিনেমাগুলোর চেয়ে এই সিনেমার গল্পটি নিজের কাছে বেশি পছন্দের। সেভাবে চেষ্টা করেছে আমাদের টিম।
https://www.facebook.com/Jaya.Ahsan.07/photos/1360532617613208
সিনেমার গল্পে দেখা যাবে, দুই বিধবা বোনের জীবনের গল্প, যাঁদের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়।
এর আগে হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে আকরাম খান ‘খাঁচা’ সিনেমা নির্মাণ করেছিলেন, সেখানেও অভিনয় করেছিলেন জয়া আহসান।
https://www.facebook.com/Jaya.Ahsan.07/photos/1336796563320147