করোনায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪৭৪, মৃত্যু ১৮ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০৬৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ১৪৭৪ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশে মোট ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫৭৭ জন। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন করোনা থেকে সুস্থ হলো।
Read More News

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৪ ও নারী ৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৬৭১ জন ও নারী এক হাজার ৩৯৬ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রামে তিনজন, খুলনায় দুজন, বরিশালে একজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে দুজন। ১৭ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *