আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে আবু মুহসিন আল-মাসরি নামে ওই কমান্ডার নিহত হন।

গতকাল শনিবার এক টুইটার পোস্টে আফগান গোয়েন্দা বাহিনী নিশ্চিত করেছে যে, স্পেশাল ফোর্সের সাম্প্রতিক এক অভিযানে আবু মুহসনি আল-মাসরি নিহত হয়েছেন।
Read More News

আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস জানিয়েছে, আল-কায়েদার এ নেতা ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় শীর্ষ কমান্ডার ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকাতেও আল মাসরির নাম ছিলো। আফগানিস্তানে এখন ২০০ জনেরও কম আল কায়েদা জঙ্গি তৎপর আছে বলে গত মাসে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

২০১৮ সাল থেকে মার্কিন বিচার মন্ত্রণালয়ের তালিকায় মুহসিন আল-মাসরি মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে ছিলেন। গতকাল মার্কিন সন্ত্রাস-বিরোধী জাতীয় কেন্দ্রের পরিচালক ক্রিস মিলারও আল-মাসরির মৃত্যুর কথা নিশ্চিত করেন। মার্কিন এ কর্মকর্তা দাবি করেন, তার মৃত্যুর কারণে আল-কায়েদার কার্যক্ষমতা কমে আসবে। তবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *