চিনকে নাক গলাতে নিষেধ করল দিল্লি

লাদাখ এবং জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে এবং থাকবে৷ চিনের দাবি খণ্ডন করে মঙ্গলবার বিবৃতি জারি করে এ কথা জানিয়ে দিল বিদেশমন্ত্রক৷ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার চিনের নেই বলেও বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে৷
Read More News

সম্প্রতি চিনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, লাদাখকে বেআইনি ভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ভারত এবং তারা এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না৷ পরোক্ষে লাদাখকে ভারতের অংশ হিসেবেই মানতে তারা নারাজ বলে বুঝিয়ে দেয় চিন৷

এ দিন লাদাখ এবং জম্ম কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যাখ্যা করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমরা আশা করি অন্যান্য দেশ যেমন চায় ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, ঠিক একই ভাবে তারাও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবে৷

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ, অরুণাচল প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বেশ কিছু সেতুর উদ্বোধন করেন৷ লাদাখ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবে সবমিলিয়ে ৪৪টি সেতুর উদ্বোধন হয়৷ এর পরই লাদাখ নিয়ে নিজেদের নতুন দাবিতে সরব হয় চিন৷ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের গঠনকে বেআইনি বলে দাবি করে তারা৷

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেন, বিতর্কিত সীমান্ত এলাকায় সামরিক নজরদারির উদ্দেশ্যে এই ধরনের পরিকাঠামোগত নির্মাণকাজ নিয়ে তাদের আপত্তি রয়েছে৷ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশকেও তারা স্বীকৃতি দেয় না বলে চিনের তরফে দাবি করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *