দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখ একমাস চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসকরা বলছেন, অপারেশন শতভাগ সফল হওয়ায় ওয়াহিদা খানম মাসখানেকের মধ্যেই কাজে ফিরতে পারবেন। তবে সে পর্যায়ে ফিরতে তাকে সপ্তাহ দুয়েক ফিজিওথেরাপি নিতে হবে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে হুইল চেয়ারে করে নিচে নেমে আসেন নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। এরপর হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপিতে নিয়ে যাওয়া হয়।
Read More News
ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক জাহেদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার শতভাগ সফল হয়েছে। তার শারীরিক পরিস্থিতি এখন ভালো। শক্তি ফিরে এসেছে। সামান্য বাকি আছে। সেজন্য সিআরপিতে রেফার করেছি।
একই হাসপাতালে চিকিৎসা নেয়া ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখও মেয়ের সঙ্গে হাসপাতাল ছাড়েন। মাসখানেকের মধ্যে ওয়াহিদা খানম আবারও কাজে যোগ দিতে পারবে বলেও আশাবাদী চিকিৎসকরা।