দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ করে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর দীর্ঘ প্রস্তুতি নিয়ে তৈরি করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় গান। নাম ‘আমি চাই থাকতে’। গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি।
Read More News
ফারিয়া জানান, গানটির রেকর্ডিং হয়ে শুটিংও শেষ করেছেন। অপেক্ষা শুধু মুক্তির। এটি প্রকাশ হচ্ছে অক্টোবরের প্রথমাংশে, ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে। গানটির রেকর্ডিং ও ভিডিও শেষ করেছেন করোনাকালের ঠিক আগ মুহূর্তে, দেশের বাইরে। ভিডিওতেও থাকছে তার সরব উপস্থিতি, রয়েছে চমকও।
এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ফারিয়া। প্রায়ই ছবি পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর থেকে নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন। এসব ছবিতে চেক-ইন দিয়েছেন দুবাই। একটি ছবিতে ফারিয়ার হবু বর রিয়াদ রশিদকে দেখা যায়। তিনি দুবাইয়ের পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছেন। খোঁজ নিয়ে জানা যায়, অবকাশ যাপন শেষে আগামী ৩ অক্টোবর দেশে ফিরবেন তারা।
https://www.facebook.com/nusraatfariaofficial/photos/a.1638474256372623/2915517225334980
ঢাকাই সিনেমার নায়িকা দীর্ঘ সাত বছর প্রেম করে রনির সঙ্গে গত মার্চে বাগদান সেরেছেন। আগামী ডিসেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এর পর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।