চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা আর নেই

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস আর নেই। বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল।

সম্প্রতি স্ট্রোক করলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা জানান তার ফুসফুসে পানি জমে। হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপু বিশ্বাসের মা।
Read More News

দুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেফালি বিশ্বাসকে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। শেফালি বিশ্বাসের মরদেহ নিয়ে বগুড়া যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাস বলেন, ‌‘আমার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন সবাই।’

প্রসঙ্গত, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছেন। তাদের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *