ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন আজ শুক্রবার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহারের খবর নিশ্চিত করেন।
এদিকে, রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব দেওয়া হয়েছে।
Read More News
পুলিশের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন কারণে ঘোড়াঘাট থানার বর্তমান ওসি আমিরুল ইসলামকে সেখান থেকে ক্লোজ করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। এর পরিবর্তে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ৯ দিনের মাথায় ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হলো।