আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সম্ভবত এই মাসেই নতুন সদস্য আসতে চলেছে চক্রবর্তী পরিবারে। মা হতে চলেছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন অতিথির আগমনের অপেক্ষায় এখন দিন গুনছেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল।
Read More News
কিন্তু এর মধ্যে অনেক ঝড় বয়ে গিয়েছে রাজ-শুভশ্রীর জীবনে। শুভশ্রীর সাধের ঠিক পরপরই অসুস্থ হয়ে পড়েন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাজও সংক্রমিত হয়ে পড়েন। যদিও রাজকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। কিন্তু রাজের বাবার মৃত্যু হয় করোনায়। এখন রাজ সম্পূর্ণ সুস্থ। অন্ধকার সময় কাটিয়ে ফের লাইম লাইটে এলেন রাজ-শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করলেন।
এই প্রথমবার রাজ-শুভশ্রীকে কোনও বিজ্ঞাপনে দেখা যাবে কাপল হিসাবে। জনপ্রিয় একটি রংয়ের বিজ্ঞাপনে মুখ দেখাবেন তাঁরা।