ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে না

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। সমিতির সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ সোমবার (২০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রমেশ চন্দ্র ঘোষ জানান, ১ জুনের পর থেকে যেভাবে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হচ্ছে, ঈদের সময়ও সেভাবেই চলবে। টিকিট বিক্রি করা হবে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে। সে অনুযায়ী বাসের সংখ্যা ও রুটও নির্ধারণ করবে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিগুলো। ঈদ উপলক্ষে কোনো অগ্রিম টিকিট এবার বিক্রি হবে না।
Read More News

তিনি আরো জানান, বর্তমান সময়ের মতো ঈদেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাস মালিকদের আসন্ন ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে সেবা পরিচালনার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *