জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর তাঁর স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার নড়াইলে মাশরাফির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা এখন ভালো আছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির শরীরে গত ২০ জুন করোনা শনাক্ত হয়। এরপর থেকে ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
Read More News
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিন পর তাঁর ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সেজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, সেজার ও সুমি। তাঁরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার।