দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৩৬৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে ৩১ জন চট্টগ্রামের ১২ জন এবং অন্যান্য বিভাগের ২১ জন। ৬৪ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৫১ জন এবং বাসায় ১৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ৮৪৭ জনের।
Read More News
গত ২৪ ঘন্টায় মোট ১৮ হাজার ৪২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৫৯ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৬ হাজার ৫৮৭ জন।
মঙ্গলবার (৩০ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।