দেশ শুধু নয় সারা বিশ্বে করোনার জন্য মানুষকে রাখা হয়েছিল গৃহবন্দি করে। তবে ভারতে লকডাউন বেশ কিছুটা হালকা হয়েছে। ইতিমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে অনেক কিছুই। স্কুল কলেজ যদিও এখনও খোলেনি। কন্টেইন্টমেন্ট জোনগুলিতে সব প্রায় রয়েছে বন্ধ। প্রায় তিন মাস বাড়িতেই ছিলেন গায়ক সোনু নিগম। বাড়ি থেকেই মাঝে মধ্যে গান গেয়ে পোস্ট করেছেন তিনি।
Read More News
লকডাউন হালকা হতেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। গেলেন শপিং মলে। মুখে মাস্ক। তাঁর ছেলের মুখেও রয়েছে মাস্ক। মলে ঢুকেই ভিডিও করতে শুরু করেন সোনু নিগম। তিনি বলছেন, “মুখে মাস্ক থাকায় একটা সুবিধে হয়েছে। কেউ আমাদের চিনতে পারছে না। তবে মলে লোকজনও বেশ কম।” এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
https://www.instagram.com/p/CBtI4XBhjWz/?utm_source=ig_embed