দেশে করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৪৮০ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩৮ জন। ঢাকা বিভাগে ১৫ জন চট্টগ্রামের ১২ জন, সিলেটের ১ জন, রাজশাহী-খুলনা-ময়মনসিংহে ২ জন এবং বরিশাল বিভাগের ৪ জন।

৩৮ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৫ জন নারী। নিয়ে মোট প্রাণহানি হলো ১৫০২ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ১৫ হাজার ৭৮৬।
Read More News

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪০ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬১৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২০ হাজার ৪৩২ জন।

সোমবার (২২ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *