ছবিতে দেখা যাচ্ছে না “পায়েল”কে

টলিউড অভিনেত্রী পায়েলকে বেশ কয়েকদিন ধরেই তেমন কোনও ছবি করতে দেখা যাচ্ছে না। তবে এই অভিনেত্রীর অভিনয় দক্ষতায় মুগ্ধ টলিউড। দেব, সোহম, যিশু সেনগুপ্তর মতো অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন তিনি। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

পায়েল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ অ্যাক্টিভ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। কালো শাড়িতে মোহময়ী হয়ে উঠেছেন পায়েল। এই ছবি পোস্ট করে তিনি লিখলেন, “কালোতে আমাকে সব সময় ভাল লাগে। তোমরা কি বলো বন্ধুরা?” তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর ফ্যানেরা। ফ্যানেরা লিখেছেন, “শুধু কালো নয়, সব পোশাকেই তুমি সুন্দরী।”
Read More News

পায়েল ১৯৮০ সালের ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলা টিন ম্যাগাজিন উনিশ-কুড়ি প্রচ্ছদে মডেল হন। যিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র ও হিন্দি টেলিভিশনে অভিনয় করেন।

https://www.instagram.com/p/CBn5XybAq21/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *