দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৯৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩৮ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামের ১২ জন, সিলেটের ৬ জন, রংপুরের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন। ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৯০ হাজার ৬১৯।
Read More News
গত ২৪ ঘন্টায় মোট ১৫ হাজার ৭৩৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৫ হাজার ৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩ টি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৫৩৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৫ হাজার ৮৪৪ জন।
সোমবার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।