শরীরচর্চা করছেন সারা আলি খান

লকডাউনে জিমে নয়, বাড়িতেই ভাই ইব্রাহিমের সঙ্গে শরীরচর্চা করছেন সারা আলি খান ৷ এতে পরিশ্রম এতটাই হচ্ছে যে শরীর বেয়ে ঝরছে ঘাম৷ আর ওয়ার্ক আউটে যত ঘাম ঝরবে ততই কমবে মেদ! সারা ও ইব্রাহিমের শরীরচর্চার ছবি এখন রীতিমত ভাইরাল ৷

ছোট থেকেই সারা ছিলেন বেশ মোটা ৷ ঠিক হেলদি বেবি যেমন হয় ! বড় হয়েও তাঁর ওজন বেশি ছিল ৷ সেই সময়কার ছবি ও ভিডিও প্রায়সই শেয়ার করেন সারা ৷ অর্থাৎ কোনও চেহারাতে নিজেকে নিয়ে আপত্তি নেই তাঁর ৷ কারণ সাইফ ও অমৃতা কন্যা খুবই আত্মবিশ্বাসী ৷ তিনি সব সময় মনে করেন যে কোনও কাজে সফল হতে গেলে মনের জোর বেশি গুরুত্বপূর্ণ ৷ তবে ছবিতে কাজ করতে গিয়ে ওজনের দিকে নজর দিতে হয়েছে তাঁকে৷ এখন তিনি রীতিমত স্লিম! কেমন করে তিনি এতটা ঝরঝরে হলেন, তা জানতে অনেকেরই খুব আগ্রহ ৷ তাই সারার ডায়েট চার্ট থেকে শরীরচর্চার ধরন জানতে চান ভক্তরা!
Read More News

ভাই ইব্রাহিম ও সারা খুবই বিন্দাস৷ দু’জনে মাঝে মধ্যেই মজার ভিডিও পোস্ট করেন ৷ যা পছন্দও হয় সকলের ৷ দেখুন…

https://www.instagram.com/p/B_63VoYpgx9/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *