দেশে করোনাভাইরাসে নতুন ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৭৪৩ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৪২ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৮, সিলেটের ২, রাজশাহী ২ জন, খুলনায় ২ জন এবং ময়মনসিংহে ১ জন। ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৮৮৮ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৬৩ হাজার ২৬।
Read More News

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৫২টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১২ হাজার ৮৪২ টি নমুনা সংগ্রহ হয়েছে। পূর্বের কিছু নমুনাসহ মোট ১৩ হাজার ১৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১৩ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৬৭ জনকে।

রবিবার (৭ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *