মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর ১ জুন ঢাকা থেকে স্বল্প পরিসরে ৩টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, সরকারের নির্দেশে অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনার জন্য এয়ারলাইন্সগুলোকে অনুমতি দেওয়া হয়েছে। রুটগুলো হচ্ছে- ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর। পর্যায়ক্রমে অভ্যন্তরীণ অন্যান্য রুটেও ফ্লাইট চালু করা হবে।
Read More News
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এমডি মো. মোকাব্বির হোসেন বলেন, সরকারের নির্দেশে ১ জুন ঢাকা থেকে ৩টি অভ্যন্তরীণ রুটে স্বল্প পরিসরে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্যবিধি মেনে ৭০ ভাগ যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইন্সগুলো।
প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর স্বাস্থ্য বিধি নিশ্চিতের ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন। নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বাধ্যতামূলকভাবে পরতে হবে হ্যান্ড গ্লাভস ও মাস্ক। দেহে তাপমাত্রা বেশি থাকলে তার যাত্রা বাতিল করা হবে। পাশাপাশি সিটে বসানো যাবে না কোনো যাত্রী। ককপিট ও কেবিন ক্রুদের পরতে হবে পিপিই।
ইতিমধ্যে বিমানবন্দরের প্রতিটি ফটকে জীবাণুনাশক চেম্বার বসানো ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ফুট মার্কিংয়ের ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।