দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫২৩ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৩ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০ জন এবং অন্যান্য জেলার ১৩ জন। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪২ হাজার ৮৪৪।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৯ হাজার ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩২৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ১৪০ জন।
শুক্রবার (২৯ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Read More News
অন্যদিকে বিশ্বে ৫৯ লাখ ১১ হাজার ৫০০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৬২ হাজার ১৩০ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৫ লাখ ৮৩ হাজার ৬৮৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৯ লাখ ৬৫ হাজার ৬৮৫ জনের মধ্যে ৫৩ হাজার ৯৭০ জনের অবস্থা গুরুতর।