কঠিন করোনাও জব্দ করতে পারেনি ১০৩ বছরের বৃদ্ধা “জেনি স্টেজনাকে”।
জেনির নাতনি “শেলি গান” জানালেন, উনি চিরকালই প্রাণবন্ত। কোনও পরিস্থিতিতেই কখনও হার মানেননি। তিন সপ্তাহ আগে উইলব্রাহাম লাইফ কেয়ার সেন্টারে প্রথম করোনা আক্রান্ত হন জেনি স্টেজনা। দাদীর অবস্থার অবনতি হওয়ায় মেয়ে ভায়োলেটকে নিয়ে চলে আসেন শেষ বিদায় জানাতে। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন “জেনি স্টেজনা”।
তবে নাতনি জানিয়েছেন, মৃত্যুকেও তাঁর দাদী বিন্দুমাত্র ভয় পাননি। বরং তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি স্বর্গে যেতে প্রস্তুত কিনা, তার উত্তরে জানিয়েছিলেন, তিনি এক্কেবারে তৈরি। কিন্তু অলৌকিকভাবে ১৩ মে থেকে সুস্থ হয়ে উঠতে শুরু করেন। শেলির কথায়, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ।
Read More News
মৃত্যুকে মাত দেওয়ার খেলায় এমন জয়কে জেনি স্টেজনা উদযাপন করলেন “আইস কোল্ড বিয়ারে চুমুক দিয়ে”। বিয়ার তাঁর অত্যন্ত প্রিয় হলেও বহুদিন ঠোঁট ছোঁয়াননি। কিন্তু এবার আর তাঁকে কেউ বাধা দিলেন না।