ঘূর্ণিঝড় আম্ফানের ধাক্কায় বেসামাল কলকাতা-সহ রাজ্যের একটা বড় অংশ। চারিদিকে এখন ধ্বংসের চিহ্ন। এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় ফের শুরু হল ঝড়-বৃষ্টি। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, কোচবিহারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে।
সেই মতোই বিকেলের আগে থেকেই বহু জায়গায় আকাশ মেঘে ঢেকে যায়। শুরু হয় ভারী বৃষ্টি। সেইসঙ্গে বাজ পড়তে থাকে একাধিক জায়গায়। আম্ফানের এই ধ্বংসলীলার পর ফের ঝোড়ো হাওয়া-বৃষ্টি শুরু হতেই অনেকে আতঙ্কে ভুগতে থাকেন।
Read More News
আম্ফানের ঘা কবে শুকোবে, তার ঠিক নেই। এর মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের গুজবে কাঁটা হয়েছে বঙ্গবাসী। সন্ত্রস্ত মানুষকে আশ্বস্ত করে আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে, আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোথাওই ঝড়ের আভাস নেই। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আশঙ্কাও কিছুটা কম। নেই তাপপ্রবাহের ইঙ্গিতও।