করোনাভাইরাসে আক্রান্ত ১৯৭৫, মৃত্যু ২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫০১ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ১৯৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৫ হাজার ৫৮৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট ৭ হাজার ৩৩৪ জন করোনা থেকে সুস্থ হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৪৫১ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে থেকে ১৯৭৫ জন শনাক্ত হয়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও ব্যাপক প্রাণহানি ঘটে।
Read More News

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৪৫ হাজার ১২২ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ১৩ হাজার জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৯ হাজার ২৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *