করোনা ঠেকাতে ভারতজুড়ে রাজ্যে অনেকদিন থেকেই পালিত হচ্ছে সন্ধে সাতটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত গতিবিধিতে বিধিনিষেধ। এ বার তা চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চতুর্থ লকডাউনের নির্দেশিকায় নাইট কারফিউয়ের উল্লেখ করা হয়েছে।
নয়া নির্দেশিকায় বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও বড় ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। জারি থাকছে বেশকিছু নিষেধাজ্ঞা। মারণ ভাইরাসকে রুখতে দেশজুড়ে চালু করা হয়েছে নাইট কারফিউ। এই কারফিউ জারি থাকবে রোজ সন্ধে সাতটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত।
Read More News
নির্দেশিকায় বলা হয়েছে, ‘অত্যাবশ্যকীয় কাজ ছাড়া ব্যক্তির গতিবিধিতে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি থাকবে। এই নির্দেশ মানতে স্থানীয় প্রশাসন গোটা এলাকায় আইন অনুযায়ী নিষেধাজ্ঞা বা ১৪৪ ধারা জারি করবে।’
নাইট কারফিউ সব জোনেই বজায় থাকবে। অর্থাত্ কনটেইনমেন্ট, বাফার, রেড, অরেঞ্জ ও গ্রিন জোন – সর্বত্র প্রযোজ্য হবে। এ জন্য রাজ্যগুলিকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।