দেশে করোনায় ২১ জনের মৃত্যু, শনাক্ত আরও ১৬০২

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৬০২ জনের নমুনায় করোনার সংক্রমণ পাওয়া যায়। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১ জন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৪ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩৫০ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২৩ হাজার ৮৭০।
Read More News

গত ২৪ ঘন্টায় মোট ৯ হাজার ৯৩৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৩১ জনকে।

সোমবার (১৮ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ১৬ হাজার ৭৬০ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৫ হাজার ৭০৭ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৩ হাজার ৩৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *