দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৬০২ জনের নমুনায় করোনার সংক্রমণ পাওয়া যায়। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১ জন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৪ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩৫০ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২৩ হাজার ৮৭০।
Read More News
গত ২৪ ঘন্টায় মোট ৯ হাজার ৯৩৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৩১ জনকে।
সোমবার (১৮ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ১৬ হাজার ৭৬০ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৫ হাজার ৭০৭ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৩ হাজার ৩৮১ জন।