দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১১৬২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৯ জন। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৭ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৬৯ জন। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১৭ হাজার ২২।
Read More News
গত ২৪ ঘন্টায় মোট ৭ হাজার ৮৬১ টি নমুনা সংগ্রহ হয়েছে। মোট ৭ হাজার ৯০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৩৮টি।
বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮৪৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৩৩২ জন।
বুধবার (১৩ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।