দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ। বুকে ব্যথা অনুভব করায় রবিবার সন্ধ্যায় তিনি দিল্লির এইমসে ভর্তি হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে দিল্লি এইমস-এর কার্ডিয়ো-থোরাসিক বিভাগে আনা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপাতত হাসাপাতালের একটি ঘরে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উপরে সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা।
দীর্ঘদিন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন মনমোহন সিং। সেজন্য নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হয় তাঁকে। ২০০৯ সালের জানুয়ারিতে এইমসেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সফল বাইপাস সার্জারি হয়েছিল। বর্তমানে তাঁর বয়স ৮৭ বছর।
Read More News
মোদী সরকারের বরাবরের সমালোচন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। নানা বিষয়ে মোদী সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি। সম্প্রতি করোনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। বলেছিলেন, অহেতুক কষ্টের মধ্যে ঠেলা হচ্ছে তাঁদের।