সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুন্সীগঞ্জের মায়া বেগম (৪৪)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল দীর্ঘ ১৯ দিন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার তিনি সুস্থ হয়ে নিজ গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের পানাম গ্রামে ফিরেছেন। স্বেচ্ছাসেবকের একটি ফ্রি অ্যাম্বুলেন্স তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তার ফিরে আসায় চরম দুশ্চিন্তা গ্রস্ত পরিবারের সদস্যদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
Read More News
এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বনিক জানান, মায়া বেগম করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ ১৯ দিন কুযেত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এটা আসলেই স্বস্তির খবর।
এদিকে, মায়া বেগমের বাড়ি ফেরায় এলাকাবাসীর মনে সাহসের সঞ্চার ঘটছে। অনেকে হতাশার দিক থেকে ফিরে সাহস পাচ্ছেন নিজেদেরকে সাহসী করে তুলছেন।