করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য মারা গেছেন। এ নিয়ে ঢাকাতে করোনায় আক্রান্ত হয়ে তিনজন পুলিশ মারা গেলেন।
করোনায় আক্রান্ত হয়ে ডিএমপি’র মারা যাওয়া দুজন হলেন পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) এএসআই আব্দুল খালেক ও ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ।
আব্দুল খালেক আজ বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর আরামবাগে পুলিশ হাসপাতালে করোনা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
Read More News
অন্যদিকে, আশেক মাহমুদ (৪২) বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান। গত ২৬ এপ্রিল করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ আসে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) আবু আশরাফ সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে করোনা ভাইরাসের পরীক্ষায় পজেটিভ আসলে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট পিওএম দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক আইসোলেশন ছিলেন। অন্যদিকে করোনা পজেটিভ হয়ে ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।