বালিশ জড়িয়ে ছবি তুললেন ‘বাহুবলি’ নায়িকা তামান্না

করোনার কারণে লকডাউনে এখন সেলেব থেকে সাধারণ, ঘরবন্দি হয়ে নানাভাবে সময় কাটিয়ে যাচ্ছেন সবাই ৷ আর সময় কাটানো মানেই সোশ্যাল মিডিয়ায় আরও বেশি বেশি আপডেট ও অ্যাক্টিভ থাকা ৷ তাই তো এই সময় সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালঞ্জে ৷ কখনও টিশার্ট চেঞ্জ, কখনও শব্দখেলা আবার কখনও বালিশ চ্যালেঞ্জ ৷

হ্যাঁ, লকডাউনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে এই বালিশ চ্যালেঞ্জ ৷ তা এই বালিশ চ্যালেঞ্জ আসলে কি? এই চ্যালেঞ্জে শরীর থেকে সমস্ত জামা কাপড় সরিয়ে ব্যক্তিকে শুধুমাত্র বালিশ দিয়েই স্টাইলিং সেরে নিতে হবে ৷ এ ব্যাপারে যে যত বেশি ক্রিয়েটিভ হবে, তত বেশি প্রশংসা কুড়োবেন ৷

এই চ্যালেঞ্জের মুখেই এবার পড়ে গেলেন ‘বাহুবলি’নায়িকা তামান্না ভাটিয়া ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে আপলোড করলেন এরকমই এক বালিশ চ্যালেঞ্জের ছবি ৷ যেখানে দেখা গেল, শরীরে জামাকাপড় না পরে, শুধুমাত্র বালিশ জড়িয়েই মাটিতে শুয়ে আছেন নায়িকা ৷ ছবি ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছে ৷ যা দেখে একাধিক সমালোচনামূলক বার্তা তুলে ধরেছেন নেটিজেনরা।
Read More News

তামান্না ভাটিয়া মূলত তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করেন। ২০০৫ সালে চান্দ সা রোশন চেহ্‌রা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একই বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিত সাওয়ান্তের ‘আপ্‌কা অভিজিত’ এ্যালবামের ‘লাফ্‌জো মে’ নামের একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যায়। তার অন্যান্য ছবিগুলো হলো রাছা (২০১২), ক্যামেরামান গঙ্গা থো রামবাবু (২০১২), থাডাকা , আগাডু (২০১৪), বাহুবলী দ্য বিগিনিং, বেঙ্গল টাইগার (২০১৫), ওপিরি (২০১৬) এবং ‘বাহুবলী ২ দ্য কনক্লুশন (২০১৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *