দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৪৬২ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৩০৯ জনের। পরীক্ষা করা হয় ৪৩৩২ জনের। নমুনা সংগ্রহের হার বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
Read More News
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১১১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১২৪৮ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৭ জন এবং মোট ছাড় পেয়েছেন ৭৮৫ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।