লকডাউনে শাড়িতে মোহময়ী প্রিয়াঙ্কা

সারা দুনিয়া জুড়ে চলা লকডাউনের প্রভাবে সর্বত্র চিত্রটা প্রায় একই। নিজেদের ব্যস্ত রাখতে সেলেবরা বিভিন্ন উপায় বের করছেন। কখনও যোগ দিচ্ছেন অনলাইন কনসার্টে, কখনও তৈরি করছেন ফিটনেস ভিডিয়ো, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বেটার হাফের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার নানা মুহূর্তের ছবি।
Read More News

আজই প্রিয়াঙ্কা চোপড়া শেয়ার করেছেন তেমনই একটি মন ভালো করা ছবি। স্বামী নিক জোনাসের সঙ্গে আপাতত আমেরিকাতেই ঘরবন্দি দেশি গার্ল। দেশের থেকে এত দূরে থেকেও মন কিন্তু পড়ে রয়েছে এখানেই। আর তাই তো মনকে ভালো করতে পরে ফেললেন সুন্দর একটি শাড়ি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘হঠাত্‌ করে খুব শাড়ি পরতে ইচ্ছে করল তাই পরে ফেললাম, বাড়িতে সবাইকে খুব মিস করছি।’ এদিন প্রিয়াঙ্কাকে ফ্লোরাল প্রিন্টের নীল শাড়িতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *