বিমানবন্দরে কর্মরত চিকিৎসক করোনায় আক্রান্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজের বাসায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের সঙ্গে একত্রে দায়িত্বপালন করা বিমানবন্দরের অন্য স্বাস্থ্যকর্মীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত সেই চিকিৎসক সর্বশেষ ১৫ এপ্রিল বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। সেদিন সৌদি ফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। ১৯ এপ্রিল তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর নমুনা টেস্ট করা হলে ২৩ এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
Read More News

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্ত চিকিৎসক বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার বাসার অন্যদেরও পরীক্ষা করা হয়েছে। তবে অন্য কেউ করোনা আক্রান্ত হননি। তার খোঁজখবর রাখা হচ্ছে। আক্রান্ত চিকিৎসকের সঙ্গে দায়িত্ব পালন করা অন্য চিকিৎসকদের মধ্যেও একজনের করোনার উপসর্গ দেখা গেছে। তার নমুনা টেস্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে তিনিও আক্রান্ত কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *