দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৪৯৭ জনের করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৭ জন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৫২ জনের। আর করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৫৯১৩।
গত ২৪ ঘন্টায় মোট ৪১৯২ টি নমুনা সংগ্রহ হয়েছে। যার মধ্যে ৩৮১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।
Read More News
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৫ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১২২০ জন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৪০১ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪৫৯০ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন এক লাখ এক হাজার ৭২২ জন।
৬০ জেলায় করোনা সংক্রমণ ছড়িয়েছে। করোনামুক্ত চার জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।