ভারতের চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকেপড়া ১৬৪ বাংলাদেশি বিকেলে দেশে ফিরেছেন। আটকেপড়া যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি।
এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। আজ চেন্নাই থেকে দুপুর ১২.১৫ মিনিটে ছেড়ে এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছায় বিমানটি।
Read More News
গত এক মাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য আটকে রয়েছেন হাজার বাংলাদেশি।
যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।
আর যে সব যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেই তাদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা রয়েছে।