বলিউড অভিনেত্রী উর্বশী রওতেলা লকডাউনে ঘরবন্দি। লকডাউনে বাড়িতে বসে নিজের মিস ইউনিভার্স হওয়ার দিনগুলির স্মৃতিচারণ করলেন উর্বশী রাউতেলা।
পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। মিস ইউনিভার্স হওয়ার সময়ের সেই উর্বশীর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এদিকে, নতুন গান ‘বিট পে ঠুমকা’ লকডাউনের মধ্যেও মুক্তি পেয়েছে। গানটি প্রকাশ্যে আসতেই ইউটিউবে ভাইরাল। গানটি মুক্তি পেয়েছে ১৬ এপ্রিল। নতুন গানটি ১৬ লাখ ৫৪ বার দেখা হয়েছে। এই গানটি তাঁর ‘ভার্জিন ভানুপ্রিয়া’ ছবিতে দেখা যাবে।
Read More News
উল্লেখ্য, সানি দেওলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। তাঁর প্রথম ছবিটি ‘সিং সাহেব দ্য গ্রেট’। সেখানে তিনি সানি দেওলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপরে তাঁকে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’তেও দেখা গেছে। ‘হেট স্টোরি ৪’ ঊর্বশীর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। সম্প্রতি অভিনেত্রীর আরও একটি গান ‘কঙ্গনা বিলাতি’ও সোশ্যালে হিট।