টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক মা হচ্ছেন এ মাসেই। এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে মা হব বলে প্রত্যাশা করছি, ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন কোয়েল মল্লিক।
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু নিসপাল সিংহ রানকে বিয়ে করেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার। বিয়ে আগে দুইজনের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল।
ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সে সময় এক টুইট বার্তায় মা হওয়ার খবর নিশ্চিত করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।
Read More News
কোয়েল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেয়েদের মর্ডার্ণ হাই স্কুল থেকে তার স্কুলজীবন অতিবাহিত করে। মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বি.এস.সি (অনার্স) করেন।