ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে পরিবহন শ্রমিক ও শ্রমিকপরিবার ত্রাণের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল নগরীর আগ্রাবাদের বড়পুল মোড়ে অবস্থান নেয় কয়েকশ পরিবহণ শ্রমিক। বিক্ষোভ চলে কয়েক ঘণ্টা। এসময় কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেয়নি তারা। ফলে দীর্ঘ জট লেগে যায় অনেক পণ্য পরিবহন গাড়ির।

শ্রমিদের অভিযোগ, কয়েকদিন আগে পরিবহণ শ্রমিকদের একটি পক্ষ ত্রাণ দেয়ার কথা বলে ১০০ টাকা করে নেয় তাদের কাছ থেকে। তবে আজকে ত্রাণ দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি।
Read More News

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক পরিবহণ শ্রমিক অভিযোগ করে জানান, এক মাস ধরে কাজ বন্ধ কিন্তু এখনো আমরা কোন ত্রাণ পায়নি। পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিন যাপন করছি। ত্রাণ না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *