জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্দিকুর রহমান ন্যাড়া মাথায় করোনার বার্তা দিলেন। করোনার এই সময়ে সবার মতো তিনিও গৃহবন্দি।
শুক্রবার সিদ্দিক নিজের ফেসবুকে মাথা ন্যাড়া করা কয়েকটি ছবি পোস্ট করেন। নিজের ন্যাড়া মাথার ছবি পোস্ট করে করোনাভাইরাস প্রতিরোধের বার্তাও দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আল্লাহর রহমতে কোভিড-১৯ এর মহামারি আকার ধারণ করতে দিব না। ঘরে অবস্থান করব, সামাজিক দূরত্ব রক্ষা করব। নিজে সুস্থ থাকব, অন্যকে সুস্থ রাখব। এটাই হবে আমাদের সকলের কামনা।
Read More News
সিদ্দিকুর রহমান সিদ্দিক একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেতা। তিনি এক পর্বের টেলিভিশন নাটক ও ধারাবাহিকে বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন। ২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এই তো ভালোবাসা’ মুক্তি পেয়েছিল। তার বিপরীতে নায়িকা ছিলেন অভীনেত্রী নিপুন। সিদ্দিক অভিনীত কিছু জনপ্রিয় নাটক ও ধারাবাহিক হলো, কবি বলেছেন, হাউসফুল, গ্র্যাজুয়েট, মাইক, হাম্বা, বন্ধু এবং ভালোবাসা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ড্যান্স ডিরেক্টর, আমি নাটক বানাতে চাই, চৈতা পাগল, বরিশালের মামা ভাগ্নে, আমাদের সংসার, চন্দ্র বিন্দু ও রেডিও চকলেট।