বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ আজ। অদৃশ্য এক শত্রুকে হারাতে, এ এক অসম লড়াই। করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধের কৌশল হিসেবে আমরা এবার ঘরবন্দি হয়ে আছি। যার ভেতরেই এলো, নতুন বঙ্গাব্দ, ১৪২৭। বৈশ্বিক মহামারি করোনার প্রকোপে, পয়লা বৈশাখের সব আনুষ্ঠানিকতাই বন্ধ রয়েছে।
প্রাণঘাতী ভাইরাসের কারণে বিবর্ণ হয়েছে, বাঙালির প্রাণের উৎসব। নিষিদ্ধ আছে, সব ধরনের গণজমায়েত। তাই গ্রামে-শহরে-বন্দরে নেই বৈশাখী মেলা। নেই মঙ্গলশোভাযাত্রাও।
বৈশাখী সাজে দল বেঁধে, বা প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়ানোর সময় নয় এটি। সামাজিক দূরত্ব বজায় রাখাটাই সবচেয়ে জরুরি। তবে, ঘরে বসে রসনার তৃপ্তি মেটানোতে তেমন কোনো দোষ নেই।
Read More News
তবে নববর্ষে সবারই প্রত্যাশা থাকবে করোনাভাইরাসের অভিশাপ থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হওয়া। একটি সুখী-সমৃদ্ধ জাতি গঠনে নববর্ষের স্বাজাত্যবোধ অনুপ্রেরণা জোগাবে এমনটিই প্রত্যাশিত। আল্লাহ আমাদের হেফাজত করুন।