অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একজন কর্মকর্তা প্রাথমিক পরীক্ষায় করোনায় পজিটিভ বলার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা ও সিভিল সার্জনের পরামর্শে বাংলাদেশ ব্যাংককে অবহিত পূর্বক প্রধান কার্যালয়ের নীচ তলায় অবস্থিত প্রধান শাখা চলতি মাসের ৯ তারিখ থেকে লকডাউন করা হয়েছে। কিন্তু গ্রাহকদের সুবিধার জন্য পাশের আমিনকোর্ট শাখায় ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখা হয়।
Read More News
পরবর্তী সময়ে চূড়ান্ত পিসিআর ল্যাব রিপোর্ট নেগেটিভ আসায় সিভিল সার্জন, থানা, সবোপর্রি বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে উক্ত প্রধান শাখায় ১২ তারিখ (রোববার) থেকে লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে উক্ত শাখা পূর্বের স্বাভাবিক ব্যাংকিং কার্যাদি সম্পাদনে সক্ষম। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কাম্য।