করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। এ নিয়ে চতুর্থবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল।
এর আগে করোনার কারণে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে দুই দফায় ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়।
দেশে কোভিড-১৯ রোগ শনাক্তের পরীক্ষা বাড়ছে, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে সরকার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে বাতিল হয় পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সবধরনের গণপরিবহন চলাচলও।
Read More News
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে